১৩ নং জগন্নাথদিঘী ইউনিয়নের প্রায় ৭০ ভাগ রাস্তা ঘাট পাঁকা এবং এখানে অধিকাংশ এলাকায় প্রয়োজনী ব্রিজ ও কালর্ভাট রয়েছে। ইউনিয়নের পাশ দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যাওয়ায় এখানকার জনগণ গ্রামাঞ্চল থেকে উপজেলা শহর ও আশপাশের শহরে যেতে খুব বেশী দেরী হয়না। এছাড়া ইউনিয়নের অভ্যন্তরে দুটি রুটে সিএনজি অটো রিক্সা চলাচল করে। চৌধুরী বাজার থেকে ফকির বাজার পর্যন্ত সিএনজি ভাড়া ১৫/-টাকা এছাড়া চৌধুরী বাজার থেকে ফাঁসি বটগাছ পর্যন্ত সিএনজি রুট আছে, ভাড়া ১৫/- টাকা। উপজেলা সদর হতে ইউনিয়নের মহা সড়ক সংলগ্ন যেকোন বাজারে নামতে সময় লাগে ২০ মিনিট এবং ভাড়া ১৫/- টাকা। । ফাঁসিবটগাছ , ফকির বাজার এবং গাংরা বাজার ইউনিয়ন মহা সড়ক সংলগ্ন গুরুত্বপূর্ণ বাজার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস